যে শব্দ অন্তহীন
অসময়ে মুছে গেছে সে
এক জীবন আয়ু পেয়েও অসংখ্য নক্ষত্রের ইতি ঘটেছে;

প্রান্ত থেকে প্রান্তরে হৃৎস্পন্দনের ক্ষয় হয় শুধু
অপেক্ষায় বসে থাকে ছন্নছাড়া রোদ উদগীরণের;
অবর্ণনীয় আনন্দে বিমোহিত সবাই–
জন্ম আর মৃত্যু থেকে দূরে সরে যাই।

আরও বেশি নির্জন, স্বাতন্ত্র্য বা একা
বছরের পর বছর, সময়ের পর সময়ে
কৌতুহল বা ব্যথা মুছে গেলে শেষ অবধি কেউ কি বেঁচে থাকে?

দুঃখী রাতে খুঁজে পাই জীবনের খোঁজ
সকল প্রচেষ্টাই ব্যর্থতার প্রতিচ্ছবি, অনুশোচনায় ডুবে গেছে এক নির্বাসিত কবি;
আমি দুর্ভাগ্য ডেকে আনি,
মাখামাখি হই বিষাদে,
রাঙিয়ে দেই সকল দেয়াল রক্তের স্রোতে।