এই রকম দিনে,
সবকিছুর ইতি এখানেই,
মৃত্যুকে তাই প্রচন্ড করুণাময়ী মনে হয়
পাথরে ফুল ফুটুক,
লোকালয়ে নেমে আসবে ঝড়
বেঁচে থাকা অর্থহীন, ধুঁকতে ধুঁকতে আর ক'দিন?
আমার ভেতরের শূন্য মানুষ –
আর কতকাল নিরর্থক? এই যন্ত্রণার মুক্তি কোথায়?
মৃত্যুর মাঝে মৃত্যু ডেকে যাই।
অথচ এই রাত বড্ড জমকালো,
মানুষের মাঝে কত রঙ; ক্রমশ ছায়া এগিয়ে আসে
বেরিয়ে যায় ভেতরকার ধূসর;
ওপারে সব দুঃখ প্রত্যাশী
আমিও তাদের একজন হতে চাই,
চোখ বুঝে ফেললেই কি দুঃস্বপ্নের ইতি ঘটে?
আমার ভেতরের অন্য মানুষ,
আর কতকাল এখানেই? আপনিও মৃত্যুর স্বাদ নিয়ে,
আমার স্বপ্ন ভেঙে ফেলুন।