বার্লিন দেয়ালের মতো,
আমরা বেড়ে ওঠেছি মতবিরোধে
মনের মিল তাই অত্যন্ত সুখপাঠ্য মনে হতো;
আমি চাই তোমার শরীর
আমার স্পর্শে জেগে থাক অনন্তকাল।

চিন্তায় যেন ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ,
সকল প্রেরণা ধ্রুব সত্য–
পরাবাস্তব হৃদয়ে নেমে আসে মুছে যাওয়ার বাসনা;

আমরা শুনেছি, অবাস্তব!
কেউ শোনেনা, অত্যন্ত বিরহ
শৈশবে উষ্ণতা হারিয়ে যৌবন ভাসিয়েছ
স্নিগ্ধ জলে।

আমি দেখেছি
পৃথিবী তখনো সৃষ্টি হয়নি,
মৃত্যু চোখ মেলে তাকিয়ে দেখে স্বপ্ন
অবিশ্বাসের।

বাঁধা দিন, মন থেকে মন সরে যাক
উড়ে যাই অপ্রিয় আকাশে–
নিজেকে দুঃখী ভেবে, অনুতাপের আগুন
ছুয়ে দেখিনি; আমরা তবুও রোদ সেজে যাই
বিরস মেঘলা দিনে।

যখন সেই স্বপ্ন তৈরি হচ্ছিল,
সেই সময়টা ফিরে আসুক; আমি আবারও
স্বপ্ন হতে চাই, আমি না হারানোর অঙ্গীকার।

বিভ্রমে সদা তলাই কেন?