কখনো কখনো অন্য কেউ বনে যাওয়া ভালো
আমার মনের ফাঁকফোকরে বাসা বাঁধে দূর্যোগ,
বারবার ফিরে আসে–একই ধরণের সময়ে;
হাতের নাগালে না থাকা নিয়ে ব্যাপক অধৈর্য্য হই
আমি ভ্রান্ত এবং অজ্ঞ৷

পুরোনো কাল
বিধ্বস্ত গাল
দুঃখী নই, শুধু সব বিরহ
লড়তেও পারি, শেষ কি তবে শুরু?
এই দুঃখ বইতে শুকিয়ে যাবে এক খরস্রোতা নদী।

ঠিক ততক্ষণই ঠিক
ভুলে যাও সব স্বপ্ন, অনেক অনেক কিছুই হতে পারে
অনুশোচনা আর কতবার শুনবো?
এই স্বর্গীয় দিনে, ওসব দুঃখ আর ভাবায় না।

হৃদয়ে নতুন কম্পন
শরীরে নানা ব্যবচ্ছেদ
ভুলে যাই দুঃখ নতুনত্বের অভাবে
আমার প্রিয় ফুলটি আজ সকালে সায়াহ্নে পতিত হয়েছে৷