স্বর্গ থেকে বিতাড়িত হয়ে,
অনন্তকাল বয়ে যাচ্ছে বিশৃঙ্খলা; পৃথিবীর অতীতে
মানুষের গায়ে লেপ্টে গেছে বিচ্ছিরি সব আবেগ।
এক ভয়ঙ্কর বিপদে শঙ্কিত,
শূন্য মানুষ কেন খুঁজে বেড়াবে বিষাদ
স্তব্ধ মুহুর্তে–অশ্রাব্য প্রেমের আহ্বান
গুমোট একগাদা কীটপতঙ্গের মতো,
শরীরে শরীর মিশে আছে।
নরকে বেঁচে থাকার প্রত্যাশায়
নিশ্চিহ্ন হয়ে গেছে সমস্ত পিছুটান; স্পষ্টের বিপরীতে
বিভ্রম ছড়িয়ে লুকিয়ে ফেলা হয়েছে সমস্ত স্মৃতি।
স্পর্শের প্রভাব বেশ অতিরঞ্জিত,
প্রসঙ্গ খুঁজতে গেলেই কেন প্রাসঙ্গিক হবে
প্রিয় কবিতা–মিলিয়ে যায় অনাগ্রহে;
স্যাঁতসেঁতে অন্ধকার গলির মতো,
শরীরে আজ বিভেদ রেখা।