সেদিন পৃথিবী থেকে সমস্ত জঞ্জাল দূর হয়ে যাবে, যাবে? যদি কেউ স্পর্ধার উর্ধ্বে গিয়েও বেঁচে থাকে,
তার শাস্তি হোক চোখ ঝলসানো আলোর বিচ্ছুরণ।
কপালে গজে উঠুক লতাপাতা
বিমূর্ত বনে যাওয়া মানুষের চাওয়া-পাওয়া কেবলই অপ্রাপ্তি;
বহু বছরের আকাঙ্খা ও আশংকা মিলেমিশে যাবে, যাবে? বিশ্বাস ভেঙে উড়ে যাব ডানা মেলে, প্রবল বিস্ফোরণে মিলিয়েও যেতে পারি;
প্রবল অন্ধকারে জন্ম নেয় অবসাদ
মুছে না যেতে চাওয়ায় আষ্টেপৃষ্টে স্মৃতি আঁকড়ে রাখি।