গত কয়েক শতাব্দীতে পৃথিবী এমনভাবে মানুষে তলিয়ে গেছে যেন, পৃথিবীর কাণ্ড, শাখা-প্রশাখা বা মূলে মানুষের সংক্রামণ;
কয়েকটি মুহুর্ত বাদে পৃথিবীর আয়ু ফুরিয়েছে কবেই।

কিন্তু, ক্ষুদ্রাতিক্ষুদ্র আবেগ প্রাসঙ্গিক তো!
নিশ্বাসে মিশে যেতে পারি,
ভেতরে টেনে নিয়ে;
স্থান-কালের বক্রতা লঙ্ঘন করি, দুজন মানুষ এক।

পৃথিবী অসুখ ছাড়িয়ে সুখী হবে কি?