অজস্র ধূলোকনায় ভেসে যাচ্ছি–বেশ অগুরুত্বপূর্ণ ধূলো হয়ে
অতল গহ্বরে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকে
আজ বিদ্রোহের ডাক দিতে যাচ্ছি–আজ আমি সুখী

আমার প্রিয় প্রাণী ছোটোখাটো কয়েকটি পিঁপড়া
তাদের বিবর্ণ সত্তায় আকৃষ্ট হই
পিঁপড়াদের এড়িয়ে গেলে তারাও অভিমান করে?
পিঁপড়াও আত্মমর্যাদাহীন!

আমি অস্পষ্টতা জানি
গড়পড়তা আষ্টেপৃষ্টে লেপ্টে আছে
আমার শরীর থেকে টং দোকানের কমদামি হলুদ আলো বিচ্ছুরিত হয়; অরোরা হয়ে উঠিনি কখনো
বিকলাঙ্গ নক্ষত্রে মুগ্ধ হতে নেই, এমনিতেও হওনা।