একটি দুঃস্বপ্ন দেখলাম।
বেশ উঁচু এক মেঘ থেকে ডাঙায় ধাবিত হচ্ছি
ভেতরে তখনও পুঞ্জীভূত কিছু মিথ্যে প্রয়াস; ক্রমশই অনন্ত কেটে যাচ্ছে;
পৃথিবী, তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ!
বিশ্বব্রহ্মাণ্ড আমার বুকের 'পরে, অনশনে সূর্যমুখী ফুল। ঈষৎ বিস্ময় জাগে, সবাই প্রচন্ড হতবিহ্বল।
অতঃপর ঘুম।
পৃথিবীতে যা কিছু শূন্য–ব্যর্থ–কলঙ্কময়, তা-ই মানুষের হৃদয়; একেকটি রাত অন্ধকারে ডুবে যায়,
আমরা তবুও নির্বাক;
অনুভূতি জমাট বেঁধে আছে, নিস্তার নেই এমনকি কীটপতঙ্গের! বিষণ্ণ আলোয় আমি নিতান্ত অপ্রাসঙ্গিক, সভ্যতায় অবাঞ্ছনীয়।
এতকিছুর পরেও সব বিদীর্ণ, আমার হৃদয় চিরকাল রোমের মতো পুড়ে যায়।