সম্বোধন টুকু বাদে
মাত্র তিন লাইনের
ছোট্ট একটা চিঠি।
ঝকঝকে, তকতকে,
স্বচছ, নিটোল-সুন্দর
ছোট ছোট বর্ণে সজ্জিত
ছোট ছোট শব্দ
সহজ সরল অর্থ।
সুখবোধ্য অভিযোগ
কিছু অনুযোগ
শেষে অল্প অভিমান।
খুব প্রাঞ্জল বাংলা
মনে রাখার মত
দীপ্র-জ্যোতীর্ময়,
মনে আছে-থাকবে-
যত দিন বাঁচি।
নইলে যে একদিন
তোমাকেও যাব ভুলে।

২৩-০১-১৯৯৫ইং।