এমন ঘটনা ঘটে নিত্যই
যারা মরে গেল ওই-
পাড়ি দিতে মহাসাগর,জলে
দৈবাৎ ভেসে উঠেছিল বলে,
     সকল মানবতার
     মায়াদৃষ্টি তার
শবের উপরে প’ড়ে,হাহাকার
রবে কাঁপিয়ে তুললো বিশ্ব দরবার।
     তার সৎকারে
     নিয়ে সাগর পারে
পিতৃ ভূমিতে নয়-মাতৃ ভূমে
শুইয়ে দেয়া হ’ল তারে চির শয়ানঘুমে।
     নিভে যাবার আগে
     এমন কী বেভাগে
তার এই উজ্জল ছোট্ট প্রদীপ খানি
কোন মনেই দিতে পারে নি মৃদু ঝাঁকানি।
     পিতার পিতৃত্ব
     মাতার মাতৃত্ব
মায়া মমতা স্নেহ ভালোবাসা
সবই কি ছিল তার দুর্লভ আশা!
       মৃত্যূর পরে
       নির্বাক স্বরে
ঘোষনা করলো, গগন বিদারী চিৎকারে
এমন রাজনীতি ক’রো না,যা কোন গনৎকারে
      বলবে না কোন কালে
      এটাই লেখা ছিল তার ভালে।

১৫-০৯-২০১৫ইং।