কর্মে অবসর লয়ে ফিরে আপন আলয়ে
শুয়ে বসে দিন কেটে যায়
সকালে ঘুম থেকে উঠে যাই গ্রাম্য বাজারে ছুটে
একেবারে দক্ষিনের মাথায়।
ওখানে চা খাই শীতল বাতাস পাই
উত্তর দিক থেকে আসা
পুবে বালসূর্য্য রশ্মি ওই দিকে পিঠ দিয়ে বসি
শীতকালে লাগে বেশ খাসা।
গ্রীষ্মে নীমগাছের ছায়ায় তখন দক্ষিনা বায়
কালজিরা চিবাই পানে
হাঁটা হাঁটির তরে পাকা রাস্তা ধরে
সদা চলি রাস্তার ডানে।
সাথে চলে আমিনুল পথ চলায় ধরে ভূল
বলি, মানুষ বামে যদি চলে
যে কোন যানে মেরে দিবে জানে
পিছনে মেরে, ফেলে দিয়ে তলে।
জোড়া সাঁকো ছেড়ে আর একটু বেড়ে
ডান দিকে ঘুরে
পর্কটি গাছ ডানে ফেলে সোজা পশ্চিমে গেলে
রাস্তাটা গিয়েছে সালামপুরে।
সামনে দেড় কিলো জোর মোয়াজ্জেম হোসেন মোড়
বরাবর উত্তরে গিয়ে
ডানে লুৎফরের বাড়ী বামে মহিরের বাড়ী ছাড়ি
আবার ডানে মোড় নিয়ে-
মোট চার কিলো এসে টাওয়ারের পাদদেশে
প্রাত ভ্রমন শেষ।
তারিখ ০১-০৭-২০১৫ ইং