সেই দিন সাঁঝে       সেই ট্রেনের মাঝে
      অনেকগুলি ভিক্ষুক ভিখারী
কারও নাই হাত      কি করে খাবে ভাত
      আরও কত আজগুবি আবদারী।
কারও পেটে আলসার   কারওবা বাপের আচার
       কারও হয়েছে প্রেসার
করতে হবে অপারেশান  নাই কোন অপশান
       কারও হয়েছে ক্যনসার।
কারও ডায়াবেটিস     কারওবা এ্যপেনডিক্স
       কারওবা আবার কন্যা দায়
অনেক কষ্টে জামাই বাবাজি   নিতে হয়েছে রাজি
        মোটা অংকের পণ আদায়।
কারও ভেঙ্গেছে হাঁড়ি    কারও পুড়েছে বাড়ী    
        টাকা লাগবে মেরামতে
কেউ হয়েছে মুসলমান    রাখতে তার ঈমান
        নিয়োজিত খোদার খেদমতে।
আবার এলো যে ব্যক্তি   করছে সে খেদোক্তি
        এক গাদা ছেলে মেয়ে
দিয়েছে এক উপর ওয়ালা  তাই নিয়ে সইছি জ্বালা
        আছি দিনভর না খেয়ে।
আপনারাই বা দিবেন কত  আমিও চাইনা অত-শত
        মাত্র এক কেজি চালের মূল্য
পেয়েছি  মোট বিশ     পেলে আর বিশ
        নেমে যাব, আসব আগামী কল্য।
যাদের চোখে সমস্যা    ভাল হওয়ার ভরসা
             দিয়ে একটু দৃষ্টি
অনেকেই কিছু কিছু দিচ্ছে বিনিময়ে অল্প অল্প নিচ্ছে
     ঘটবেনা মঙ্গলে অনাসৃষ্টি।
যে যার মত জায়    দিয়ে করছে আয়
      নাই কোন বাছ- বিচার
সত্য বলল কে    আর মিথ্যা বলল কে
    কোন দায়ে কে নিবে তার ভার।


হাঁটা চলা বেশী নাই  পুটলি টানার কষ্ট নাই
     সহজ ব্যবসা বিরামে
শীত গ্রীষ্ম বর্ষা হোক  রোদ বৃষ্টি ঝড় হোক
      ঘুরবে কেন গিরামে।
দেখে বুঝে এমন    এ ভিখারীর মন
       করে আনচান
গ্রামে ঘুরাঘুরি ছুঁড়ে  আসবে আব্দুলপুরে
    এসে পেয়েছি ধন পেয়েছি মান।।


১০-০৪-২০১২ ইং