পৌষ মাসে প্রতিদিন শীতের সকালে
রোদে বসে নাস্তা চলে মুড়ি আর ঝালে।
সেদিন হঠাৎ চোখে পড়ে সামনে খড়ের চালে
ছোট্ট একটা চড়ুই পাখি হয়ত কোন হালে
হারিয়েছে একটি পা শৈশব কালে
কবে যেন পড়েছিল শিকারীর জালে।
অবস্থা দেখে মায়া যদি লাগে একটু দিলে
বারান্দায় মুড়ি কিছু ছড়িয়ে ছিটিয়ে দিলে
উড়ে এসে গোটা কয়েকমুখে নিয়ে তুলে
তড়িঘড়ি সরে পড়ে বারান্দার কূলে।
এই ভাবে কিছুদিন খাওয়া-দাওয়া চলে
একটু একটু এগিয়ে আসে প্রতি পলে পলে।
দিন শেষে রুটিন মাফিক পরের রাত গেলে
সাথে করে নিয়ে আসে দুই দুটি ছেলে।
মাথা নেড়ে ওদের চোখে ইশারায় বলে
আস্তে ধীরে এগিয়ে যা-ভয় পেলে কি চলে?
বেড়েই চলে সংখ্যা ওদের এমন হালেচালে
প্রথম ছাড়া সবাই আছে চোখেরই নাগালে।
১০-০১-১৯৯৫ইং।