নববর্ষে বৈশাখী উৎসবে       নব নব বাঙ্গালী সবে
            বেড টি-এ যাদের ঘুম ভাঙ্গে
গরম ভাতে পানি দিয়ে         হাতের কব্জি তক ডুবিয়ে
             সানকিতে পিয়াজ মরিচ ভাঙ্গে
ইলিশ মাছের চাকা             না পড়ে যেন ঢাকা
             সেই মত ভিডিও চিত্র
সমলিন ছিন্ন বেশে              মেকি হাসি হেসে
             ফুটিয়ে তুলে বাঙ্গালী চরিত্র।
হরেক রকম রং-এ              ভূত প্রেতের সং-এ
              গরুর গাড়িতে গাড়োয়ানের ঢঙ্গে
মাথায় গামছা পেঁচায়             বেসুরে ভাওইয়া গায়
              বাঙ্গালী সেজে এ বঙ্গে।
এই ধারায় দেশী বাঙ্গালী        সাথে বিদেশী অবাঙ্গালী
               যারা এ দেশে কর্ম ব্যস্ত
বাঙ্গালী অনুকরনে                নববর্ষ বরনে
                হয়ে পড়ে ব্যস্ত সমস্ত।
বৈশাখী পোশাক পরে           গরুর গাডীতে চড়ে
                  ভাঙ্গা বাংলায় কয়
হিলশা খ্খাই ফান্তা খ্খাই        মরিছ ছাই ফিয়াজ ছাই
              বৈশাখ বালো-বৈশাখের জয়।

বছরে কোন দিন পান্তা          ডিম বিনা সকালে নাস্তা
                খাওয়ার প্রমান যদি থাকে
শাক দিয়ে দুপুরে ভাত    খেতে স্ত্রীর গায়ে তুলেনা হাত
             প্রকৃতই বাঙ্গালী বলি তাকে।
১৩-৪-২০১২ইং