ঢাকার রেসকোর্স ময়দান
আয়তনে তুমি যত বড়
তারও চেযে বড়
তোমার বুকে সংঘটিত সব ঘটনা
প্রতিটিই এক একটি ইতিহাস ।
লেখা আছে স্বর্ণাক্ষরে
থাকবেও চিরকাল ।
প্রথমে ৪৮এর মার্চ-
কেড়ে নিতে চেয়েছিল ওরা
বাঙ্গালীদের মুখের ভাষা
মা ডাকার অধিকার ।
ব্যর্থ হল ওরা
৫২-তে
নিয়েছিল অনেক রক্ত ।
৬৬-তে ৬-দফা আ্ন্দোলন
অনেক ধর পাকড়-নির্যাতন
প্রতিবাদে ৬৯-এ গণঅভ্যূত্থান
আবারও চলল গুলি ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
৬ নস্বর ওয়ার্ডে
ঝরে গেল কত তাজা প্রাণ ।
অবশেষে ৭০-এর ডিসেম্বরে নির্বাচন
হেরে গিয়েও ক্ষমতা ছাড়তে নারাজ ।
অনেক টাল-বহানা
এল ৭১-
আবারও সেই মার্চ
প্রথম সপ্তাহের শেষ দিন-
৭ মার্চ বজ্র কণ্ঠে ঘোষিত হল-
পাকিস্তানের বিরুদ্ধ অসহযোগ আন্দোলন-
এবং বাংলাদেশের স্বাধীনতা ।
তার জের ধরে মুক্তি যুদ্ধ
চলল নয় মাস ধরে।
তোমার পরিধির বাইরে
তবুও তোমার প্রাণ জুড়ে।
যেহেতু তুমি ঢাকার প্রাণকেন্দ্র
তাই বাংলাদেশেরও।
তাইতো যুদ্ধের যবনিকা পতনে
শত্রু-মিত্র সবাইকে
ফিরে আসতে হল তোমারই বুকে
মাত্র নয় মাসের ব্যবধানে-
১৬ই ডিসেম্বরে।
সংঘটিত হল আর একাট ইতিহাস ।
পৃথিবীর চৌকোষ সেনা বাহিনী
আত্নসমর্পণ করল
তোমারই বুকে ।
তুমিতো এথন
ভারসাম্য রক্ষা করছ পরিবেশের
হয়েছে পরিবর্তীত নতুন নাম
হয়েছ উদ্দ্যান-
সোহরাওয়ার্দী উদ্দ্যান ।
মানুষের বেচে থাকার জন্য
বিতরণ করছ নিরবে-
হাজারো ঘণফুট অক্সিজেন প্রতিদিন ।
কিন্তু তুমি কি জান-
মানুষের পরিবর্তন হয়েছে কত?
বিরাজ করছে কত অশান্তি ?
প্রায় দুই যুগপরে
এই মুহূর্তে
তোমার বুকে চাই-
আর একটি মহাসমাবেশ
তৈরী হোক-আর একটি ইতিহাস
লিখিত হোক স্বর্ণাক্ষরে ।
উদাত্ত কণ্ঠে ঘোষিত হোক-
শান্তি-শান্তি-শান্তি ।
০৭-০৩-১৯৯৩ইং ।