খল অভিনেতার নিষ্ঠুর অভিনয়ে
দর্শক সদা সন্ত্রস্ত থাকে ভয়ে
তবে কোন কৌতুক অভিনেতার অভিনয়ে
দর্শক শ্রোতা তাৎক্ষনিক হাসে অনন্দ লয়ে।
এমন একজন অভিনেতা পার্কে গিয়ে
প্রতিদিন নতুন নতুন কৌতুক নিয়ে
ভিড়ের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আনন্দ পায় কৌতুকের আনন্দ দিয়ে।
একই কৌতুক যখন প্রথম শোনায়
সকলেই হেসে হেসে পড়ে অন্যের গায়।
যখন দ্বিতীয় বার গায়
তখন হাসে অর্ধেক প্রায়,
তৃতীয় বার শুরু করায়
কেউ না হাসলে সে জিগায়
না হাসার কারন কোথায়?
লোকে বলে, বলে কি বেটায়?
জবাব দেয় অভিনেতায়-
অমিও তো দেখি একই জোড়ায়
তোমরাও বসে একই গাছের গোড়ায়
প্রতিদিন দু:খ কর একই সমস্যায়।

২৫-০৫-১৯৯৫ইং।