বতর্মানের হরতাল
কেমন যেন বেনতাল
সবখানে গোলমাল
সংঘাতময় হালচাল।
ঠিক হলে দিন কাল
কোনদিন হরতাল
সরকার চায় বানচাল
সেই মত ফেলে জাল।
পিকেটারেরাও কৌশলে
গুরুত্বপূর্ণ বাজার স্হলে
ভাগ হয়ে দলে দলে
শ্লোগান দেয় হরতাল বলে।
আগামী কাল সকালে
যোগ দাও হরতালে
কোনখানে বাধা পেলে
সেখানেই বোমা ফেলে।
ছোট বড় গাড়ীর চালে
হকিস্টিক ককটেল চালে
বাঁচাও বাঁচাও চেঁচালে
তার দিকে গুলি চালে।
এমন যদি আজকের হাল
কি ঘটবে আগামী কাল
জনগনের সব জান মাল
বাঁচাবে কোন দজ্জাল (?)
পরদিন সাত-সকালে
দিন শুরু হরতালে
রাজ পথ দখলে
নেমে পড়ে দলে দলে।
গাছের বড় গুড়ি ফেলে
কেরোসিনে টায়ার জ্বেলে
র্যাব পুলিশে তাড়ালে
নেতারা যান আড়ালে।
দাবি দাওয়ার ধুয়া তুলে
মাথার উপর লাঠি তুলে
ট্রেন ফেলে লাইন তুলে
সব মিডিয়া ছবি তুলে।
পাল্টা পাল্টি গুলির ফলে
হতা-হত বেড়েই চলে
প্রতিটি এমন হরতালে
ভীড়-ব্যস্ততা হাসপাতালে।
নেতা-নেত্রীরা সকলে
ডাক্তারকে ডেকে বলে
চিকিৎসা কর মন খুলে
না মরে যেন কোন ভূলে।
বন্ধ বাসে দোজখে জ্বলে
ঢলে পড়ে মৃত্যুর কোলে।
বার্ণ ওয়ার্ডে কান্নার রোলে
সীমারেরও হৃদয় দোলে
মর্গে গিয়ে চাদর তুলে
লাশের সাথে ছবি তুলে
এই মরনের তুলতে ঝাল
ফের ঘোষনা হরতাল।
১১-১২-২০০৩ ইং