হে বিজয় দিবস
অনেক রক্তের বিনিময়ে
লাল-সবুজের পতাকা দিয়েছ-
মাথার উপরে শুধু ওড়াবার জন্য (?)
রক্ষা কর এর সম্মান
হে বিজয় দিবস
অনেক সহ্যের বিনিময়ে
একটি দেশ দিয়েছ-
পায়ের নিচে, শুধু বসবাসের জন্য (?)
বসবাস করতে দাও শান্তিতে।
হে বিজয় দিবস
সফল শিক্ষার বিনিময়ে
সুশিক্ষা দিচ্ছ-
তোমার নাগরিকদের, শুধু অর্থের জন্য (?)
সুমতি দাও সর্বস্তরে।
হে বিজয় দিবস
সামান্য কিছুর বিনিময়ে
অটুট চরিত্র দিচ্ছ-
বাঙ্গালীদের, শুধু প্রচারের জন্য (?)
চরিত্রবান বানাও প্রশংসনীয়।
হে বিজয় দিবস
অনেক স্বার্থপরতার বিনিময়ে
প্রচুর অর্থ দিয়েছো-
ধনীদের, শুধু আরামের জন্য (?)
সীমিত কর আরাম আয়েশ।
হে বিজয় দিবস
কঠোর শ্রমের বিনিময়ে
অন্ন দিচ্ছ
গরিবদের, শুধু জীবন ধারণের জন্য (?)
ক্লেশ মুক্ত কর কষ্টের জীবন।
হে বিজয় দিবস
অনেক রদবদলের বিনিময়ে
একটি শাসনতন্ত্র দিয়েছ-
দেশবাসীকে, শুধু পরিবর্তনের জন্য (?)
পালন করাও সুষ্ঠু ভাবে।
হে বিজয় দিবস
ভোটের বিনিময়ে
৩৩০ জন সাংসদ দিয়েছ-
পর্যায়ক্রমে শুধু ওয়াক আউটের জন্য (?)
বাচাও তোমার সংসদকে।
হে বিজয় দিবস
অনেক আত্নত্যগের বিনিময়ে
গনতন্ত্র দিয়েছ
জনতাকে, শুধু মিছিলের জন্য (?)
কথা বলতে দাও ন্যায় এর পক্ষে।
হে বিজয় দিবস
তুমি কি এতই বিবেকহীন, রক্ত পিপাসু (?)
তোমার কি পাওনা আছে
আরও ইজ্জত?
আরও রক্ত?
হে বিজয় দিবস
যা নিয়েছো তারই বিনিময়ে
সুস্থ্যতা নিয়ে মাথা তুলে দাড়াও
তোমারই পতাকা তলে
দুর করে সব দুর্বলতা
নইলে মুখ থুবড়ে পড়বে যে।
হে বিজয় দিবস
অসীম ধৈর্য্যের বিনিময়ে
আর একটি সাদা পতাকা দাও
নিশ্চিত শান্তির জন্য
শান্তি স্থাপন কর পৃথিবীতে।
১৬-১২-১৯৯৩ ইং