আসতে হয়েছে অল্প একটু দেরী তাতেই খুজেছ মোরে
ঘর হতে বহুদুরে সবদিক আতিপাতি ক'রে।
মায়ের গঞ্জনা বাপের ভৎসনা উপেক্ষা ক'রে
আমি জানি, তা শুধু ভালবাসারই জোরে
কত ডিগ্রী ভালবাসা সঞ্চিত তব অন্তরে
তা মোর হৃদয়ের থার্মোমিটারই পরিমাপ করে।
যদি পার সপ্তাহের প্রতিদিন প্রতিবারে
সুযোগ দিও মোরে তব ভালবাসার ঋণ শোধিবারে
তুমিও নিও ততোধিক ওজন ক'রে
তোমার থার্মোমিটারে যত ডিগ্রী ধরে।
বিশ্বাস না হলে তা প্রমানের তরে
তোমার থার্মোমিটারটি ঢুকাও আমার বুকের ভিতরে।
২৮-১০-১৯৯৩ ইং