আমি করিয়াছি মহা শপথ,
মহান রবের নামে
আমি তুলিবো হস্তে আপন
ঝান্ডা মহা বিজয়ের
আর শপথ মহান রবের
যিনি স্রষ্টা ভূলোকের,
আর শপথ সেই রবের
মহান স্রষ্টা দ্যুলোকের।
চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র
ছাড়িয়াছে সকল দৃষ্টি
মহান রবের মহান সৃষ্টি;
সাগর-সিন্ধু বহিছে সবে,
জোয়ার-ভাটার বিশাল মিলে
মহামহীয়ান স্রষ্টার তরে,
শপথ নিলাম নিজের পরে।
পাহাড়-গিরি অরণ্যের হিসেব
নাহি নাহি কারুর সাথে-
ভূলোক দ্যুলোক কাঁপিয়া ওঠে,
মহান স্রষ্টার শপথে।
আমি করিছি শপথ-
দিবা-রাত্রির মালিক তরে
করিছি শপথ তাহার নামে
যাহার নামে ব্রহ্মাণ্ড চলে।
***************
তিনি মহান!
তিনি মহীয়ান!
তিনি মহীপতি এই পৃথ্বীর-
তিনি বিশাল!
তাহার নাই কোনো আদি-অন্ত
সবই তাহার হাতের মুঠোয় বন্ধ।
তিনি পরাক্রম!
তিনি ক্ষমাশীল!
তিনি শ্রেষ্ঠ বিচারপতি,
তাহার নাহি কিছু দরকার
তন্দ্রা তাহার উর্ধে নহে
মৃত্যু তাহার উর্ধে নহে
তাহার নাহি কোনো জবাব
তিনি মহান
তিনি আদি
তাহার নাহি কোনো অন্তিম।
সহস্র কোটি আলোকবর্ষে
নাহি তার শেষ ডাক
বিচার দিনে সবই রবে
হবে সৃষ্টির বিনাশ
*************
আর শপথ সেই স্রষ্টার
যাহার নাহি কোনো আলো-আন্ধার
যাহার নাহি কোনো জনক
নাহি কোনো অঙ্গজ!
যাহার নাহি কোনো অন্তিম শ্বাস
তিনি আরম্ভ
তিনি সমাপ্তি,
তাহার নাহি কোনো আলো-আন্ধার
তিনি স্রষ্টা মানবের
তিনি দ্রষ্টা দ্যুলোকের
তিনি বিশ্বপতি ভূলোকের
সবাই গোলাম, তাহার ইবাদতের
তিনি গড়িয়াছেন
তিনি বলিয়াছেন,
মিষ্ট তাহার সর্গের নদীনালা
তিনি প্রজ্ঞাময়,
তিনি মহান আল্লাহ্ তায়ালা!
-(২১/০৮/২০২২)