হে সভ্যতার কারিগর দল!
নগ্ন কুয়াশায় ভিজিওনা আঁচল
এ বড়ই যন্ত্রণার,
জীবণের শেষ দুয়ার, আর অল্পক্ষণ।
দুর অবধি সময়ের ঢেউ
দুঃস্বপ্নেও থামায়না কেউ।
ইহা তবে দুঃস্বপ্ন
যদি বা ভাবো থামাবে কেউ।
কেহ আসিয়াছিলো এক লগনে,
ভাবিছিলো কোনো দুঃস্বপ্নে?
কালক্রমের বিসৃত ঢেউয়ে
জীবনের ঘাটি মিলায়ে গিয়াছে।
কেহ আসিবে কোনো বা যুগে
দেখিবে সেও দুঃস্বপ্নে,
কালক্রমের ক্ষীণ ঢেউয়ে
সেও হারাইয়া যাইবে।
শক্তিধারী সূরযের আভা
উর্ধে তাহার আছে কেহ?
রাত্রি-দিনের বিশাল মেলায়
সেও ফুরিয়া যায়।
কোনো কালের দুঃস্বপ্নে,
হে সভ্যতার কারিগর গণ!
রাত্রি-দিনের ক্ষীণ মেলায়
কালক্রমের বিসৃত ভেলায়
রহিবেনা কোনো বাসঘর
মিলাবেনা কোনো মেলার আসর,
ফিরাবেনা শক্তিধারী আভা, আলোর।
শ্মশানের মিছে ডাক শুনো তোমরা?
কালের কোনো দুঃস্বপ্নে,
তোমরাও তো তাহার বাসিন্দা।
বেজায়, কুয়াশায় ভিজিওনা!
-- (২৭/০৬/২০২২)