দিকশূণ্য পথিক স্বরুপ এখন আমরা যে-দিকেই যাই কেবল
উদভ্রান্ত উন্মাদের ন্যায় রুক্ষমূর্তি বেশে, উদ্ভট চলে যাই যে পথে--
দীর্ঘকাল তীক্ষ্মময় অভিশাপের দয়ার বশে নিজেদের
গুটিয়ে সংকুচিত করতে থাকি শিমুল তুলোয়।
এখন যতোটুকু যেতে চাওয়ার, চলে যাই
ট্রাফিক পুলিশের মতো হাতরুপ ঝড়া পাতার সিগন্যালে
অথবা তালবৃক্ষের সুউচ্চ বাবুই-এর খড়কুটোর সম্মুখে
আমাদের চিরায়ত সড়কসমূহ দেখে থমকে দাঁড়াই--
স্ট্যাচু লিবার্টির সমরুপ ভারসাম্যহীন ভাস্কর্য দিকে তাকিয়ে,
সবুজ বাতির আবির্ভাবে আর যতোটুকু যাওয়া যায়, চলে যাই
দিকভ্রান্ত অসাড় এবং প্রবল হাঁটু ব্যাথা নিয়ে আচমকা--
কয়েক ন্যানো সেকেন্ডে পাড়ি দিয়ে আসি
অস্বাপ্নিক যাত্রাপথের বিষাক্ত সুড়ঙ্গ।
আমরা সবাই একত্রে--
সহযোগে।