অবসাদে এরকম অস্ফুট বিষাদ নিয়ে বসে থাকা কাকটা ময়লা করে কালো চারপাশ,
ডাস্টবিনপোড়া প্লাস্টিক আর সফ্ট ড্রিংকসের বোতলে সন্ধান করে ঠোকরানো ভাগ্যের চোখদুটো।
মলিন হতে চলা পাখার গভীরে উষ্ঞতা আর নেই দেখে কর্কশ রাস্তা আর ঝুলেপড়া লম্বা তারের মাথায় ভাগ্য ঠুকে মারে রোজ।
বেশি কিই বা ক্ষতি হতো?
কাকেরও যদি ভাগ্য থাকতো কোকিলের মতো!