'যেভাবেই হোক মুক্তি চাই, আমরা রোহিঙ্গা'
পুনর্বাসনের হাহাকার শুনে শুনে পঁচছে কান
অথচ মানবিকতার স্থানটি খোলা করোটির মতো
পড়ে আছে এখনও—
কাঁটাতারে ঝোলা ছিলো আমাদের বোন, ফেলানী
আর বালুচরে চাপা পড়া আইনাল, ছোট্ট শিশুটি
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের
অকর্মণ্যতা, অনুভূতিহীন পাশবিককর্ম—
বোধের উদয় হলে রাজনীতি, কূটনীতি কদাচিৎ
নাফ নদী কি ভরে যাবে হাড়ে আর মাংসে?
যতদূর দেখি শুধু লাশের স্রোতোবহা, যেন এসব
আমাদেরি নির্লিপ্ততার ফসল—
কখনো সমুদ্র দেখলে নিজেকে খুব অসহায় লাগে
ভাবি— ওদের একটু আশ্রয় দিলেও পারি আমরা
কিন্তু একলা চলার মন্ত্র এখন আর যেন খাটে না
বুকের ভেতর ঢুকে পড়ে নাফের অভিশাপ—