আমাকে কি মনে করে মনে রাখবেন?
কখনো কি আসবে আমার ব্যক্তিগত ডাক বাক্সে চিঠি?
আমিও কি পাবো আপনার মনে মস্তিষ্কে একটুখানি জায়গা?
আপনার তরফ থেকে ভালোবাসা, যত্ন আসবে আমার হয়ে?
আপনার জন্য একটা নয় হাজারটা চিঠি লিখতে পারি,
আপনার জন্য অজস্র কথারা জমে আছে,
আপনার জন্য আমার অনুভূতিরা একান্তই,
আপনাকে নিয়ে ভেবে যাওয়া প্রতিটি মুহূর্ত স্নিগ্ধ।
ডাক বক্সে কেন চিঠিরা আসা-যাওয়া করে না?
আপনার জন্য যত্নে লেখা অনেক চিঠি জমেছে,
আপনি ডাকপিয়ন হয়ে আসবেন?
চিঠিগুলো অপেক্ষমাণ সাথে আমিও!
বেনামি চিঠি চাই না আমার,
আপনার একটি চিঠি চাই।
হলাম আমি ডাক বক্স,
আমি না-হয় হলেন ডাকপিয়ন!