চিঠি আসুক রঙিন খামে,
অগোছালো কথা হয়ে,
চিঠি আসুক অল্প কথায়,
কিছু স্নিগ্ধ অনুভূতি নিয়ে।

চিঠি হয়ে আসুক জমানো কথাগুলো,
মুক্তি হোক জমানো অভিমান গুলোর,
প্রকাশ হোক না দেখতে পাওয়া অসুখের কথা,
লিখে ফেলা হোক প্রিয় নামে না ডাকতে পারার যন্ত্রণা।

শব্দভাণ্ডার শূন্য হলেও চিঠি আসুক,
সাদা কাগজ আসুক লাল-নীল রঙিন খামে,
কম হলেও একটি চিঠি আসুক,
দুঃখগুলোকে ছুটি দিতে চিঠি আসুক।

চিঠি লেখা হোক প্রিয় মানুষ, প্রিয় মুখ স্মরণে,
ব্যস্ততার ভীড়ে না বলা কথার ছুটি হোক,
কথা না আসলেও চিঠি আসুক যত্নে,
চিঠিরা আসুক হৃদয়ের প্রশান্তি নিয়ে।

শৈশবের মধুর স্মৃতি ফিরে আসুক চিঠি হয়ে,
কৈশোরের ব্যস্ততার ছুটি হোক চিঠি লিখে,
যৌবনের ব্যস্ততা এক পাশে রেখে চিঠি লিখো,
বৃদ্ধ বয়সেও মিষ্টি চিঠি আসুক,মিষ্টি মুহুর্ত নিয়ে।