একটা বিষন্ন বিকেল কিংবা সন্ধ্যা।
মুগ্ধকরা প্রকৃতির দিকে যদি তাকাও আচ্ছন্ন দৃষ্টিতে!
হয়তো হাঁটো অথবা থমকে দাড়াও।
কখোনো ক্লান্ত হও অথবা প্রফুল্লতা ভড় করে তোমার চারপাশে।
তুমি কি জানো?
তুমি বরাবর-ই আকড়ে রাখার দলে!
তারা হয়তো প্রিয়ো অথবা অপ্রিয়ো হলেও ক্ষতি কি তাতে?
তুমি তাদের জড়িয়ে রাখো তোমার সমগ্র শক্তিতে।মাঝে মাঝে তারা রুপন্তরিতো হয় বিষাক্ত ক্যাকটাসে!
এরপর,তোমায় আঘাত করে তীব্রভাবে!
তুমি চমকাও
হয়তো একরাশ বিষ্ময় গ্রাস করে তোমার চিবুকে!
তোমার ঠোঁটে এখনো হাসি?
তুমি ভাবো তুমি ভুল,তারা তোমায় তোমার মতোই ভালোবাসে!
তোমার বোধ হয় না।মাঝরাতে শিউরে উঠা তোমাকে,বড্ড বেমানান লাগে তোমার কাছে!
এরপর একদিন, দুইদিন কিংবা আরো অনেকগুলো দিন তোমার ক্ষত বিক্ষত মস্তিষ্ক বাস্তবতায় পৌছায়,তুমি মুক্তি দাও তাদের!
তুমি তোমাকে পাও!
কিন্তু তুমি জানো?
তারা কি হারিয়েছে?
একটা পৈচাশিক তৃপ্তির মাধ্যম।