কি অদ্ভুত ভাবেই সমাপ্তি হয়ে যায় একটা দিনের!
চোখের পলকেই সন্ধ্যা ঘনিয়ে আসে।
সত্যিই কি প্রযোজ্য এত সহজ আর সাধারন প্রচ্ছদ?
এটাই কি হবার,নাকি নিশ্চিত যেনে নিশ্চুপ থাকা আরো একটা নতুন দিনের অপেক্ষায়।
অথবা ক্লান্তির পর বিরতি!
এটা কি একটা গল্প শেষ হবার ক্লান্তি?
যেখানে,প্রতিটা দিন একটুকরো গল্প।
হয়তো কিছু কাঙ্খিত মুখ পৃথীবিতে নেমে আসে নতুন সংযোজনে অথবা কিছু প্রিয় মুখ দৃষ্টির অগচোর হয়।
প্রচন্ড শব্দে কান্নায় ভেঙে পরে কিছু চোখ অথবা আড়ালেই বিদায়ের অপেক্ষায় কিছু আত্মা !
নতুন স্বপ্ন চোখে কিছু জীবনের আজকেই শুরু অথবা শুরু ভেবে বসা এই জীবনেগুলোতেই আর থাকবে না প্রান।
সময় তবুও গড়ায়,ভীড়ের মাঝে বড় হওয়া সেই চঞ্চল মেয়েটার একাকিত্বে অথবা একটা নতুন গল্পের প্রতিক্ষায়!