শুন্যতা অথবা পূর্ন্যতা,
আজকাল পৃথীবির বয়স হয়েছে বড্ড।
বার্ধক্যর ভারে তার নজর এড়ায় পবিত্র সত্তাদের।
যেনো একমুঠো বসন্ত ধুলো পরা ফ্রেমে আটকে আছে শতাব্দীর অপেক্ষায়।তারা প্রতিদিন আসে হৃদয় রাঙায়,তারা প্রতিদিন ফিরে যায় একরাশ শুষ্কতা ছড়িয়ে!
তারা ছানি পরা চোখে আবেগের রুপ নেয় অথবা তরুনীর নির্ঘুম রাত্রের সাক্ষী হয়ে বেঁচে থাকে অনন্তকাল!
তারা অনুভুতি,
সকালের প্রথম আলোয় ধোয়া উঠা চায়ের কাপে অথবা প্রেয়সির খোলা চুলে বিনুনি কাটা আঙুল ছাপিয়ে মুগ্ধতা ছড়ায়।
প্রতিদিন নতুন রুপে অপ্রতিরোধ্য বাস্তবতা কে পেরিয়ে রোজ নির্জনতায় কল্পনার রুপ নেয়।অসহায়ার কম্পিতো চোখ কে এড়িয়ে নির্দয়ভাবে রোজ নেমে আসে।
তারা ভালোবাসা”
তারা বিশ্রীভাবে মুচড়ে দেওয়া একফালি সুখ!
পাইয়া না পাই হারায়া পাই লাক্ষোবার বেশি
তারা প্রশান্তি ঘুম কারা প্রশান্তি।