তুমি বলেছিলে তুমি কথা রাখবে।
আমার খোলা চুলের গন্ধ শুঁকতে তুমি বার বার ফিরে আসবে!

তুমি বলেছিলে তুমি কথা রাখবে!
কনো এক সকালের শুরুতে মুঠো ভর্তি বেলি ফুল হাতে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে!

তুমি বলেছিলে তুমি কথা রাখবে!
তীক্ষ্ণ রোদ উঠা দুপুরে,গরম চায়ের কাপে এক সাথে এক জোড়া ঠোঁট পুড়বে!

তুমি বলেছিলে তুমি কথা রাখবে!
প্রতি সন্ধ্যার ডুবে যাওয়া সুর্য হাতে হাত রেখে একসাথে দেখবে!

তুমি বলেছিলে তুমি কথা রাখবে!
কোনো এক আমাবশ্যার শুরুতে চাঁদের ম্লান আলোয়,স্বচ্ছ নদীর জলে আমার প্রতিচ্ছবি দেখবে!

আমি বলেছিলাম আমি কথা রাখবো!
হাসফাস করতে থাকা মৃত্যুদের ভীড়েও তোমায় আকড়ে রাখবো!

তুমি কি যানো?
আমি আজ তোমার সমাধির ঠি-ক সম্মুখে দাড়িয়ে,আমার হাতে আজ বিষের পাত্র।