প্রিয় প্রিয়তো,
আমি পৃথীবির ওপার থেকে বলছি।

তুমিও কি শুন্যতার শব্দ শুনতে পাও?
অথবা অনুভব করো অতৃপ্তির গন্ধ?
যেখানে সময় নিয়ম ভাঙে প্রকৃতির
কিংবা পূর্ণিমা উপচে পরে আমাবশ্যায়?

তুমি কি এখনো হাঁটো
শেওলা মাখা পুকুরের পার ধরে?
অথবা হাত রাখো মরচে ধরা গ্রীলটাতে?

এখনো কি মুগ্ধ হও কচুরিপানার ফুলে?
নাকি তোমার বিকেল গড়ায় পিচঢালা রাস্তাটায়।

প্রিয় প্রিয়তো,
কেনো দেয়ালের ঐপারে বাস করো?
আমার স্তব্ধ হয়ে যাওয়া গতি যেখানে হাহাকারের ফোয়ারা ছোটায়।

নির্দয় কুহুকেরা ডাকে সময়ের প্রাঙ্গনে
তবে কি মাঝরাতে বেজে উঠা ঘড়ির মতোই তুমিও আবদ্ধ নিয়মের জালে?

প্রিয়তো জানো?
তোমার কৌতুহল চোখ আমায় উপেক্ষা করে নি!

আমার অনন্ত সময় কাটে তোমায় জড়িয়ে,
আমায় আটকে রেখেছো আমার শেষ নিশ্বাসে
শক্ত করে ধরা তোমার হাতের মুঠোয়।

তুমি যেনো,
আমি থমকে গেছি বিশ্রীভাবে তোমার হৃদয়ে।
আমার রক্তাক্ত মুখের উপর তোমার কাতর দৃষ্টিতে!অগচোর হয়নি তোমার ঠোঁটে বলে উঠা
ভালোবাসি শব্দটাও!

প্রিয়তো
তোমায় এখনো আকড়ে রেখেছি
তুমি কি জানো?
আমি পৃথীবির ওপার থেকে বলছি।