গ্রীলের ফাঁক গলিয়ে উপচে পরা
একফালি রোদ্দুর দেখে আন্দাজ করে নাও
সূর্য উঠেছে নিশ্চই!
ঝুম বৃস্টি এখন শুধু চোখ ভরে দেখতে হয়
উপায়,জানালাটা মাত্র।
দৃষ্টির আওতায় থাকা একচিলতে আকাশটাতে
পূর্নিমার চাঁদ দেখা দুষ্কর!
কর্মব্যাস্তহীন বন্ধি জীবন নিয়ে খুব
হা-হুতোশ করে মরছো,
কখনো কি রন্ধনঘড়ের দরজায় দাড়িয়ে
সেই ঘর্মাক্ত মুখ চেয়ে দেখেছিলে?
তোমাদের পৃথীবি যেখানে বন্ধ স্থবীর
তাঁদের সময় কাটে প্রচন্ড ব্যাস্ততায়!
তারা হয়তো মা হয় কিংবা হয় অর্ধাঙ্গীনি।
তুমি দরজার বাহিরের সংক্রামনের ভয়ে আছো
তারা তোমাকে সুন্দর জীবন দানে ব্যাস্ত!
হয়তো এই প্রকৃয়া চলে কয়েকবছর
অথবা তাদের বাকি জীবন অব্দি!
ধুর,ছাই এ আবার কাজ হলো নাকি?
তুমি এবং তাদের পার্থক্য টা এখানেই।
পুরুষ তো হলে
এবার একটু মানুষ হয়ে দেখো!
প্রকৃতি তোমাকে শুধরানোর সময় দিয়েছে যে।🖤