বাঁধো তোমারে প্রতিবেলা শেষে
বাঁধো রংচটা সত্যির পরে।
বাঁধো প্রিয়তার হাসিমাখা মুখে
অথবা রোজকার নিত্য কল্লোলে।
প্রচন্ড শুষ্কতায় কিংবা বর্ষার মধ্যাহ্নে
বিলাসিতা অথবা স্বপ্নালু চোখ
এসব কিছুই শুধু প্রহসন।
আয়নার ওপারের প্রতিরূপ
শোনো আমি তোমাকেই বলছি,
তুমি কেনো নিশ্চুপ বার বার
আমি কেনো সই ঘাত প্রতিঘাত?
কাপুরুষতাকে দাও ঠেলে দুরে
নিজের জন্য চলো আরো একবার বাচি।