কোনো এক বার্ধ্যকের বিকেলে,
আমি তোমার দিকে প্রেম চোখে তাকাবো।
তথাকথিত, যৌবন না হয় পেছনে পরেই থাক!
আমার ভাঁজ মোড়ানো ত্বক
আর,ক্ষীণ হয়ে আসা দৃষ্টির অগোচরে
তুমি দেখবে তো এই নির্লিপ্ত প্রেম?
আমি প্রচন্ড গান গাইতে পছন্দ করি,তুমি জেনো!
সেই শরতের সন্ধ্যায় বেসুরো কন্ঠে
না হয়,আরো একটা গান বাঁধবো।
অথবা,হেটে বেড়াবো নদীর তীর ঘেসে
মাঝে মাঝে স্টিমারের কর্কশ শব্দে
ফিরে আসবো বর্তমানে!
“তোমার শ্লেষ্মা জড়ানো শব্দ গুলো
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠবে!