এই পৃথীবি সুস্থ হয়ে উঠলেই,
তোমার কাছে কিছু মূহুর্ত চেয়ে নিবো।
এক অপরাহ্নের শেষে তুমি নিজেকে
বদ্ধ আবিষ্কার করবে!
বেলা গড়িয়ে যখন সূর্যের বিদায়
আমি ঐ অল্প আভাতে তোমায় দেখে তন্ময় হতে চাই!
তুমি প্রচন্ড তাড়ায় যাই যাই করছো
সেই ব্যাস্ততায় দেখতে চাই!
এই আটকে রাখায় তোমার এতো বিরক্তি?
আমি জানি আমি আর কেউ নই,
অতপর সেই অন্ধকার রাত্রি
আমাদের মোধ্যে যোজন দুরত্ব।
আমি দাঁতে নখ কাটাতে কাটতে বলছি
একটা সিগারেট ধরাবে?
অন্ধকারে ভয় হচ্ছে খুব,
একটু না’হয় আলো থাকুক।