একটা মধ্য রাত!
পূর্ণিমা বাধ ভাঙে শূন্য উঠোনে।
তখন বসন্তের শুরু অথবা শরৎ বিদায় নেবার পূর্ব মুহূর্ত কিংবা শীত প্রতিক্ষায় আছে কুয়াশা ছড়াবার।
ফাঁসির মঞ্চে দাড়িয়ে থাকা ব্যাক্তির চোখে থাকা তৃষ্ণা ভড় করে আমার দৃষ্টিতে!
প্রকৃতি জিজ্ঞাসু রুপ আমায় বলে,
বলো তোমার কি চাই?
যেনো এক অর্থহীন স্বপ্নের অর্থবহ বাস্তবতা!
আমার চোখ উপেক্ষা করেনি মৃত্যুদের বিদ্রুপ!
তারা কি যানে?
অমরত্বের লোভ যে আমার বরাবরই ঠুনকো।
আমার কাংখিতো স্বপ্নে অথবা শেষ ইচ্ছায় যদি বলি বরাবর ই তোমার অধিকার’
তুমি আমি আর একটি বিকেল!
হয়তোবা, আসমানি শাড়ি খোলা চুল আর একগোছা চুড়িতেই সীমাবদ্ধ!
হয়তো,অসম্ভব অথবা স্বার্থপরতায় ঘেরা।
তোমার পদ্ম চোখে আমার প্রতিচ্ছবি,
আমার এতেই অনেক সুখ,
তাই আমার আকাংখা কিংবা প্রাপ্তিতে আমি বলি বার বার “তুমি আমি আর একটা বিকেল”