সময় করে একদিন সময় করবে?
দুজনে মিলে হাঁটবো
কোন এক অচেনা পথে, নির্জনে কিছুক্ষন।
তারপর...
অনেকটা পথ পেরিয়ে, এ পথ যাবে বেঁকে।
তুমি যাবে এক পথে, আর আমি অন্য....
পিছে ফেলে আসা সে পথে
রয়ে যাবে কেবল,
আমাদের না বলা গল্পটা।
কিছু পরিচিত গান, চেনা সুরে যাবে বেজে
কিছু কথা অলিখিত কবিতা হয়ে, নিভৃতে কাঁদবে।
মনে পড়ে যাবে কখনো....
এই চেনা শহরের অচেনা গলিতে
হেঁটেছি দুজন পাশাপাশি,
কাছে ছিল স্বপ্ন কত,
একই সাথে পথ চলা,
অনর্গল গল্প বলা,
ক্ষয়ে যাওয়া প্রেম,
দু'জোড়া চপ্পল।
সময় করো তো,
সময়ের ফাঁকে....
নিয়ম করে তখনের মত
আবার হাঁটবো দুজন
আবার হারাবো পুরোনো প্রেমে
ভালোবাসা - ভালোবেসে...
আজ এতদূর এসে,
বুঝেছি তোমার প্রেমটাই আসল।

সময়ের পথ ধরে যদি হাঁটা যেতো
তবে ফিরে যেতাম তোমার কাছেই।
না পাওয়ার দুঃখ নয়,বরং
তোমাকে ভালো বাসতে পারছিনা বলেই,
এখন আমার কষ্ট হয়।
আর বড্ড জানতে ইচ্ছে করে,
নিঃশ্বাসের তুমি কেনো আজ শুধুই দীর্ঘশ্বাসে!!