পেছনে ফেলে আসি,
ধূলো মাখা পথ, ভাঙ্গা মনোরথ,
হারানো সে সব দিন, স্বপ্নে রঙিন,
পেছনে ফেলে আসি।
পেছনে ফেলে আসি,
চৈত্র দিনে ঝরাপাতা গান,
ভালোবাসায় মাখামাখি,
দখিনা সমীরণ, পাখিদের কলতান,
পেছনে ফেলে আসি।
পেছনে ফেলে আসি
জোনাক জ্বলা রাত,
ঝিঁঝি পোকার ডাক
স্বপ্নাতুর চোখে জমে থাকা জল
ছিলো যা তোমার ছল
পেছনে ফেলে আসি।
পেছনে ফেলে আসি,
নিকোষ আঁধার কালো,
বেসেছি যা ভালো,
নতুন দিনের আহবানে রাঙা প্রভাত,
চির চেনা দুটি হাত,
পেছনে ফেলে আসি।
পেছনে ফেলে আসি,
খুব চেনা সুরে, গাওয়া যত গান
জমতে থাকা শত অভিমান
ভালোবাসার যত পিছুটান,
পেছনে ফেলে আসি।
পেছনে ফেলে আসি
কলা গাছের পাতায় ওড়া
অপেক্ষাতুর একটি সবুজ শাড়ী,
'বিদায়' বলা একটি মুখের
কান্না চাপা হাসি,
পেছনে ফেলে আসি।