ওগো দখিন হাওয়া,
তারে বলে দিও
মনের দুয়ার রেখেছি খোলা।
সে যেন আসে
চুপিসারে ভালোবাসে।
মাতাল হাওয়ায় এলো চুল সরিয়ে
কাঁধে আলতো করে মুখ গুঁজে
প্রিয় কবিতার কিছু লাইন খুঁজে...
কানে কানে বলে যায়
ভালোবাসার পংক্তি মালা।

ওগো দখিন হাওয়া,
তারে বলে দিও
সে যেন আসে
তোলপাড় করে ভালোবাসে
শিহরিত হয়ে থরথর কম্পিত মুখখানি
দুহাতে আগলে,
না বলা কথা চুষে নেয়
তৃষিত অধর চেপে দু'ঠোঁটের ভাঁজে।

ওগো দখিন হাওয়া
তারে বলো
সে যেন আসে...
শরীরে লেপ্টে থাকা নীলাচল
খুব যতনে আস্তে সরিয়ে
নগ্ন বুকে, খুব সজোরে জাপটে ধরে
বুনো গন্ধের উন্মাদনায়
সুখের সাগরে ভাসে।

ওগো মোর দখিন হাওয়া
তারে বলো
সে যেন আসে
তারপর.....
খুব নিভৃতে চুরমার করে ভালোবাসে।