মাঝে মাঝে খুব ইচ্ছে করে,
তোমায় বুকের মাঝে চেপে ধরি
খুব সজোরে।
ভারী হয়ে আসা নিঃশ্বাস,
নিমিষেই উড়িয়ে দেই বিশুদ্ধ বাতাসে।
দ্রুত উঠানামা করা হৃদস্পন্দন,
মূহুর্তেই ফিরে পাক স্বাভাবিক গতি।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে,
পৃথিবীর সমস্ত বাঁধা পেরিয়ে
তোমার কাছেই ফিরে যাই।
তোমার আঙিনায় ছড়িয়ে দেই
আমার যত রংবেরঙের প্রেম।
লোক চক্ষুর ভয় উপেক্ষা করে,
আদরে ভরিয়ে দেই
তোমার উষ্ণ অধর।
বাধাহীন গাংচিল হয়ে
ভেসে বেড়াই সারাটি প্রহর।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
তোমার জন্য হাতের মুঠোয়
জোছনা টা ধরে রাখি,
তোমার মুখে গড়িয়ে পড়া
চিকচিক করা বৈকালিক আলোটা
সযত্নে সাজিয়ে রাখি।
আলতো করে ছুঁয়ে দেই
গৌধুলীর স্নিগ্ধতায় তোমার ঐ মুখ।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
রাত্রির শীতলতায় তোমার জন্য;
নকশী কাঁথার উষ্ণতা হই।
তোমার প্রতিটি নিঃশ্বাসে
বায়ু হয়ে প্রবেশ করি।
যে স্বপ্ন গুলো দিয়েছিলো ছুট
আমায় দিয়ে ফাঁকি,
তোমার ঐ টল মলে চোখে
আবার সেই স্বপ্ন গুলো আঁকি।