নিগুড়তম আঁধারের ঘোর কেটে,
প্রতিদিন তুমি আসো।
মনের আগল ভেঙ্গে এই আমাকে,
নিয়ে যাও অচিন ঠিকানায়।
আমিও প্রজাপতির ডানায় ভর করে,
ভেসে বেড়াই এ আকাশ থেকে ও আকাশ।
আহত পাখির মত, নিজেকে সমর্পণ করি
তোমার হৃদয়ের উষ্ণতায়।
কখনো তুমি চাঁদকে টিপ করে
আমার কপালে পরাও,
কখনো আমার ভিতর বাহির ভাসাও
অজস্র জোসনার উম্মাদনায়।
অগনিত নক্ষত্র রাজির বৃষ্টি ধারায়
আমাকে ভিজাতে এসে
কখনো সখনো তুমিই হারিয়ে যাও
গভীর নিমগ্নতায়।
আমার বুকের অন্তরালে
ভালোবাসার যে অতল সাগর
তার উত্তাল ঢেউ এর তালে
বেজে উঠে সুর, তোমার হৃদয় বীনায়।
এভাবেই কেটে যায় দিন...
সময় অবিরাম।
তোমার আমার কাল্পনিক প্রেমের
নাই বা থাকুক কোন পরিনাম।