আমাকে ভুলতে গিয়ে একদিন,
নিজেকেই ভুলে যাবে তুমি।
দূরত্ব বাড়াতে বাড়াতে,
এমন কোথাও চলে যাবে তুমি
যেখানে আকাশের দিকে তাকালেও;
কোন নক্ষত্র দেখতে পাবে না।
অজস্র জোছ্নায় ভেসে যাওয়া পৃথিবীর বুকে..
নিজেকে বড্ড একাকী খুঁজে পাবে।
আবিস্কার করবে নিজের চারপাশ জুড়ে
কেবলি অন্ধকার অমানিশা।
ভীষন শূণ্য রবে।
এইসব কিছুই তোমার জানা।
তবুও...
কেন এই আষাঢ়ের রাতে
সব শূণ্য করে দিয়ে চলে যাও?
তোমার কাছে আমার যত ঋন,
শোধরাতে এক জীবনের সব শ্রাবণ দিলাম।
রোদের ঝলকানিতে সমস্ত শরৎ উজার করলাম,
কাঁশফুলের শুভ্রতায় জীবন সঁপেছিলাম।
তবুও কেন থাকলে না তুমি?
তুমি বুঝলে না কেন এই আমাকে?
চলে গেলে তবুও.....
রেখে গেলে কিছু স্মৃতির পাতা,
ঝরাপাতার শব্দে বোনা কিছু
স্বপ্ন ভঙ্গের আকুলতা।
শিশির ভেজা স্নিগ্ধ ভোরে
খুব নিরবে একাকী করে.....
তুমি তবুও গেলে চলে।
দেখো,
একদিন ঠিকই তোমার মনে পড়বে এই আমাকে।
সেই মিছেমিছি হাত ধরার আবেগ,
চোখে চোখে চোরা ভালোবাসা
নিস্তব্ধতায় নিঃশ্বাসে নিঃশ্বাসে কথা বলা.....
আমাকে একাকী করতে গিয়ে
একদিন তুমিও একাকী হবে।
একদিন ঠিকই আমাকে ভুলতে গিয়ে
তুমি নিজেকেই ভুলে যাবে।