মুঠো মুঠো শুন্যতায়

চোখে মোটা ফ্রেমের চশমা

কপালে বয়সের ছাপ-

কাঁচা পাকা চুলের লুকোচুরিতে

বিকেলের মন খারাপ করা আলোয় একাকি বারান্দায়--

এলো মেলো ভাবনায় কত কথা যে থাকে !

ভাজে ভাজে সাজানো গেরস্থালি শূন্যতায় ছেয়ে

এই আমি নিজের কাছে !

যে পাখিরা ফেরেনা নীড়ে মেঘচাপা পড়ে,

আঁধারে হারিয়ে যায় তাদের দেহ, মৃত, ক্ষীণ-  

অবশেষে মনে হয় পৃথিবীও একদিন

এমনই মলিন হবে কে আর থাকে !

কিছু কি থাকে চিরকাল--

না তুমি না আমি ?