কোন এক দূরের শহরে শরতের সকাল
দাঁড়িয়ে তুমি বারান্দায়,হাতে ধূমায়িত চা
অবিন্যস্ত কাঁচাপাকা চুল
শুষ্ক ঠোঁট,
চিবুকজুড়ে না কামানো দাঁড়ি
সেন্টার টেবিলে সকালের পেপার-
হিমেল হাওয়ায় তোমার নিঃসঙ্গ নিস্তব্ধ সময়!!
ছন্দহীন রুক্ষ বাস্তবতায় সময় গড়িয়ে
পাখির ডানায় ক্লান্তি।
দিন মাসের হিসেব পেরিয়ে
দ্রুত এগিয়ে জীবনতরী!
বেঁধে দেওয়া প্রতীক্ষার সুদুরিয়া প্রহরে বাতাসের হাহাকার
বৃদ্ধি পায় কেবলই দহন
আমি আধেক তোমার
আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ,
কোন এক দূরের শহরে শরতের সকাল।