আপন বুকের মাঝে দেখি লুকিয়ে

মনে মনে ঘর বেঁধেছিলে আমার মনে

এখন সবই বিরান লাগে তুমি বিনে

নীরবতা'র ভাষা বুঝতে পারো কি ?

ভাল থাকি কি করে বলো!