ছেলেটা গভীর আবেগীয় চোখে তাকিয়ে মেয়েটির দিকে
এই মুহূর্তে তার সামনে বসা মেয়েটিকে পৃথিবীর সেরা মায়াবতীদের একজন মনে হচ্ছে।

মেয়েটি যত্নে ছেলেটির প্লেট ন্যাপকিন দিয়ে মুছে দিলো।

ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর সে আগে ছেলেটির প্লেটে খাবার তুলে দেয় ।
খুব আনন্দের সাথে এই কাজটি করে থাকে সে
ওই সময়ে নিজেকে  ঘরের বউ বউ মনে হয়।

ছেলেটি তার মনের কথা বুঝতে পারে।
উৎফুল্ল মনে অপেক্ষা করে প্লেটে খাবার তুলে দেওয়া পর্যন্ত।

পাশাপাশি চেয়ারে বসে একটি হাত ছুঁয়ে থাকে অপর হাতটি।

এভাবেই গভীর মমতা আর ভালবাসায় সময় বয়ে যায়।

মেয়েটি অপেক্ষা করে ঘর বাঁধার শুভক্ষণের।

যদিও একদিন সেই শুভক্ষণটি আসে তবে দুটি ভিন্ন মানুষের সাথে।