মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছিলে কি?

নইলে ও চোখের গভীরে রোজ ডুবে যাই কি করে!

পাগল ছিলে তুমি একটা

ঠিক যেন বর্ষার মেঘের মতো

কিছুক্ষণ গুমোট ভাবের পর  ঝুম বর্ষণ।  

তোমার সরল নিষ্পাপ  অভিব্যাক্তিগুলো

কখন যে ছাড়িয়ে গেলো

আমার বিশ্বাসের চরম মাত্রা,

সেই থেকে  নিজেকে তোমারই একটি অংশ ভাবতে থাকলাম

মেলা শেষে নৌকা ঠিকই ঘাট ছেড়ে যায়

ছড়িয়ে ছিটিয়ে থাকে হাটুরিয়ার অবাঞ্ছিত কিছু তৈজস

আর আমি--

বসে থাকি অবাঞ্চিত কে বাঞ্ছিত ভেবে।