মূলত ঘোর এখনো কাটিয়ে উঠতে পারিনা
দমকা বাতাসের মতন সশব্দে ঘোড়া ছুটিয়ে তুমি আসো বলে।
সমাপ্তি চেয়েছিলাম প্রেমে।
অথচ বুকে, চোখে, মুখে প্রণয় ধারন করে শূন্যে হাঁটি
কি এক অদ্ভুত প্রতিযাগিতায় জীবন কেটে যায়!
হে ঈশ্বর, হে অন্তর্যামী, হে ভূত- ভবিষ্যতের লেখক
উত্তাল নদীর মতন
প্রেম থাকুক অবগাহনে, অবচেতনে,নিমজ্জনে, সন্তরণে
বাকি সব মরে যাক !