অন্যরকম বর্ষায় সেই রাতে দেখেছিলাম তোমার চোখে ঘোর
ঘন কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশায় ঢেউ ভেঙেছিল বুকের জমিতে
ছুঁয়ে থাকা দিশেহারা তুমি ফিসফিসেয়ে বলে উঠলে--
তুমি আমি প্রকৃতি সাথে নিয়ে নৈঃশব্দ্য
মেঠোপথে ঘাস মাড়িয়ে যাবে ওই দূরের বালুচরে-নিঝুম দ্বীপে
নাকি থেকে যাবে এই বুকের দুরুদুরু স্পন্দনে?
তবে এই নাও--আবক্ষ উদারতা
একেবারে অনাবৃত,
উম্মুক্ত তোমার তরে--
সেই সময়টিতে বৃষ্টি নেমে এসেছিলো আমার উঠোনে
ঝম ঝম হৃদয় জুড়ে শিহরণ
প্রহেলিকা আচ্ছাদন করেছিলো আমায়
ঝুমঝুম বৃষ্টি আমার ভেতরে বাহিরে
রিমঝিম-ঝিমঝিম-ঝমঝম
ভেসে যাচ্ছিলাম সেই বৃষ্টির তোরে,
তোলপাড়-আলোড়ন!
আহা!
অসময়ের বৃষ্টি!
মেঘেদের গুড় গুড়,
থেকে থেকে চমকানো বিজলী
তিরতিরিয়ে কাঁপছিলাম বাঁশ পাতা হয়ে
ঝড়ো হাওয়াও ছিলো বুকের জমিন জুড়ে!
অবিরাম!
ভীষণ এলো মেলো!
আহা! কাঙ্ক্ষিত ঝড়!
ছিলাম দুজন একসাথে!